ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নে নিচের ১০ দেশের কাতারে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম

সংগৃহীত ছবি

শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের সবচেয়ে নিচের ১০টি দেশের কাতারে। বিশ্বে ১৬৪টি দেশের মধ্যে অবস্থান ১৬১তম। সেই সঙ্গে শ্রমিকের অধিকার রক্ষায় অবস্থানও একেবারে তলানিতে। অবস্থান ১৫৫তম।

শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের সবচেয়ে নিচের ১০টি দেশের কাতারে। বিশ্বে ১৬৪টি দেশের মধ্যে অবস্থান ১৬১তম। সেই সঙ্গে শ্রমিকের অধিকার রক্ষায় অবস্থানও একেবারে তলানিতে। অবস্থান ১৫৫তম।

আন্তর্জাতিক শ্রম সংস্থা অক্সফাম ও ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল এই প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বাংলাদেশের শ্রম অধিকার লঙ্ঘনের চিত্র উঠে এসেছে।

অসমতা হ্রাসের অঙ্গীকার সূচকে বাংলাদেশ ২০২৪ সালে ১৭ ধাপ পিছিয়ে ১২৪তম স্থানে নেমে গেছে। ২০২২ সালের সূচকে অবস্থান ছিল ১১৭তম।

এতে দেখা যায়, বাংলাদেশ অসমতা হ্রাসে বিভিন্ন দিক থেকেই পিছিয়ে আছে। সেই সঙ্গে যেসব দেশে শ্রম অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়েছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর