[email protected] সোমবার, ১৮ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

দ্বিগুণ ব্যয় বাড়ছে ওয়াসার পানি পরিশোধন প্রকল্পে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

আরও দুই বছর বাড়ছে ঢাকা ওয়াসার পানি পরিশোধন প্রকল্প। ফলে পাঁচ হাজার ২৪৮ কোটি টাকার প্রকল্পে ব্যয় বেড়ে দাঁড়াবে ১০ হাজার ৯৭৩ কোটি টাকা।

রোববার (১৭ আগস্ট) সকালে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় অনুমোদনের জন্য তোলা হয়েছে এই প্রকল্প।

পানি সংকট নিরসনের জন্য ২০১৪ সালের জানুয়ারিতে শুরু হয়েছিল ‘ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ’ প্রকল্প। ওয়াসার এই প্রকল্পে মেঘনা নদী থেকে পানি এনে নারায়ণগঞ্জের গন্ধর্বপুরে ৫০০ মিলিয়ন লিটার দৈনিক ক্ষমতার বিশাল শোধনাগার নির্মাণ করে রাজধানীতে ২৪ ঘণ্টা পরিশোধিত পানি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

২০১৯ সালের ডিসেম্বরের আগেই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল এবং এতে ব্যয় ধরা হয় পাঁচ হাজার ২৪৮ কোটি টাকা। কিন্তু এখনও প্রকল্প বাস্তবায়ন হয়নি। পরিকল্পনা কমিশন জানায়, ৭ হাজার ৭১৩ কোটি টাকার মোট ১১ টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। 

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর