[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে—এমন তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান তিনি।

ইসির সিনিয়র সচিব বলেন, ‘পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পেয়েছে নির্বাচন কমিশন। সেগুলো যাচাই-বাছাই চলছে।’

তবে রোডম্যাপ কোন পদ্ধতিতে হবে, সেটা পরবর্তীতে জানানোর কথা বলেন তিনি।

এদিকে, বিকেলে নির্বাচনসহ নানা বিষয়ে বৈঠক হয় নির্বাচন কমিশনের।

বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, ‘আগামীতে সুষ্ঠু, নিরপেক্ষ সংবিধান অনুযায়ী নির্বাচন চায় জাতীয় পার্টি।’

এছাড়া, সুষ্ঠু ভোটের জন্য দলটির বর্তমান সরকারের ওপর আস্থা আছে বলে জানান তিনি। 

সোর্স: এখন Tv 

 

 

 

 

এসময় তিনি দলের একটি গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগকে অবৈধ বলে মন্তব্য করেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর