গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ওই মামলায় সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
সেই সঙ্গে গ্রামীণ টেলিকমের ছয় কর্মকর্তাকেও আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি আগামী ১৯ নভেম্বর আপিল শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের ছয় কর্মকর্তা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলেন।
কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে ড. ইউনূস ও অন্য ১৩ জনের বিরুদ্ধে ২০২৩ সালের ৩০ মে মামলা করে দুদক।
আদালতে এই মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের ছয় জন হাইকোর্টে আবেদন করলে গত ২৪ জুলাই তা সরাসরি বাতিল করে দেওয়া হয়। সেই সঙ্গে এক বছরের মধ্যে বিচারকাজ শেষ করতে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে আদেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সম্প্রতি আপিল বিভাগে লিভ টু আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস ও অন্য ছয় জন। অন্য ছয় আবেদনকারী হলেন-গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।
মন্তব্য করুন: