প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শিগগিরই অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া শুরু হবে, যারা জার্নালিস্ট (সাংবাদিক) তারাই পাবেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, ১৬৭ জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল, আমরা বলেছি এটা একটা মিসটেক। সে অনুযায়ী, আমরা খুব দ্রুত অ্যাক্রিডিটেশনের জন্য নতুন কমিটি করেছি, নতুন নীতিমালা হয়েছে। আমরা খুব দ্রুত অ্যাক্রিডিটেশন কার্ড দেব এবং নীতিমালাটা খুব সহজ করা হয়েছে। জার্নালিস্ট ফ্রেন্ডলি করা হয়েছে। আগে যেটা ছিল, অ্যাক্রিডিটেশন কার্ড নিলে বিদেশে গেলে সরকারের অনুমতি নিতে হতো। সরকারের প্রশংসা করতে হবে, সরকারের বন্দনা করতে হবে। এখন এগুলো আমরা কিছু রাখিনি।
শফিকুল বলেন, আগে অ্যাক্রিডিটেশনের বড় সমস্যা ছিল, এটা নিয়ে ছাত্রলীগের ছেলেরা কাজ করতেন। অনেক এমপির এরকম জার্নালিস্টের কার্ড ছিল।
আওয়ামী লীগের অনেক লিডার এই কার্ড নিতেন। কারণ, ওই কার্ড নিয়ে তাদের জন্য সচিবালয়ে ঢোকা সহজ। ওখানে তারা অনেক ধরনের লবিং করতে পারেন। জার্নালিস্টের কার্ডটা তাকে ইজি এক্সেস (সহজে প্রবেশাধিকার) দিত। আমরা সেই জায়গা থেকে সরে এসে চেষ্টা করছি যারা জার্নালিস্ট, যারা ওয়ার্কিং জার্নালিস্ট এবং যাদের সত্যিকার অর্থে সচিবালয়ে যেতে হয়, তারাই যেন কার্ডগুলো পান। সেক্ষেত্রে আমরা যতটা স্বচ্ছতা রাখা দরকার রাখব।
সোর্স: যুগান্তর
মন্তব্য করুন: