ajbarta24@gmail.com রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

নদী ভাঙন রোধে ফারাক্কার ভাটিতে বাঁধ নির্মাণের পরিকল্পনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫ ১৯:০৪ পিএম

ফাইল ছবি

ভারত থেকে বয়ে আসা পদ্মা নদীর ভাটিতে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার নদীভাঙনকবলিত এলাকা রক্ষায় নেওয়া হচ্ছে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প। প্রাথমিকভাবে এতে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ভাঙনকবলিত দোভাগী ঝাইলপাড়া গ্রামে নদী পরিদর্শন শেষে এসব কথা জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদ। এ সময় অতিরিক্ত সচিব আরো জানান, কয়েক বছর ধরে ভারতীয় সীমান্তবর্তী ভাঙনকবলিত এলাকা নদীভাঙনের কারণে খুবই খারাপ অবস্থায় রয়েছে।

পদ্মা নদীর অন্যান্য এলাকায় পার বেঁধে ফেলা হয়েছে। বাকি ২৫ কিলোমিটার এলাকায় ভাঙন প্রতিরোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, এমনকি সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে।

২৫ কিলোমিটার এলাকায় নদী রক্ষা বাঁধ নির্মাণ করা হলে পদ্মা নদীতে আর কোনো পার বাঁধাইয়ের কাজ থাকবে না এবং এতে ফসলি জমি ও বসতবাড়ি রক্ষা করা যাবে বলে জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদ।

স্থায়ীভাবে বসতবাড়ি ও ফসলি জমি রক্ষার জন্য এই বড় প্রকল্পের প্রয়োজন আছে এবং সরকারও এই অর্থের সংস্থান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সূত্র: কালের কণ্ঠ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর