ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

এইচএসসিতে অটোপাসের দাবি অযৌক্তিক : শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪ ১৩:১০ পিএম

সংগৃহীত ছবি

সকল এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার দাবি যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এতে করে কঠোর পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল অবমূল্যায়িত হবে।

সকল এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার দাবি যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এতে করে কঠোর পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল অবমূল্যায়িত হবে।

১৪ অক্টোবর, সোমবার শিক্ষা উপদেষ্টা বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, ‘আমি শুনেছি যে অল্প কিছু শিক্ষার্থী আসন্ন এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে দাবি উত্থাপন করেছে। তারা সবাইকে অটোপাস দেওয়ার কথা বলেছে।'

তিনি আরও বলেন, চলতি বছর এইচএসসির বাকি পরীক্ষাগুলো নেওয়া গেলে ভালো হতো। কিন্তু সচিবালয়ে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা দিতে হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, তারা এখন পূর্বেকার দৃষ্টান্ত অনুসরণ করে এইচএসসির যে বিষয়গুলোর পরীক্ষা বাতিল হয়েছিল; তার সঙ্গে এসএসসির সম্পর্কিত বিষয়ের ফলাফল সমন্বয় করে চূড়ান্ত ফলাফল তৈরি করেছে।

এছাড়াও, যারা এসএসসিতে কোনো বিষয়ে ফেল করেছে এবং পরের বছর পরীক্ষায় পুনরায় অংশগ্রহণের সুযোগ নিয়েছে তাদের ফলাফলও বিবেচনায় নেওয়া হয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তাই চূড়ান্ত ফলাফলে যারা পাস করবে না, তারা বঞ্চিত হয়েছে বলা যাবে না।

উল্লেখ্য, আগামীকাল ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর