ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১

বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দেয়া যুবলীগ নেতা আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০২ পিএম

গ্রাফিক্স

বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য নিশ্চিত করেন।

আটক যুবকের নাম রনি সরকার (৩৮)। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।

পুলিশ কমিশনার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইজতেমায় হামলার হুমকি দেয়া এক ব্যক্তিকে আমরা আটক করেছি। আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন বাজারের পাশ থেকে রনি সরকারকে আটক করা হয়। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ইজতেমায় হামলার হুমকি দেয়া আটককৃত ব্যক্তি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক (নিজামুদ্দিন অনুসারী) মোহাম্মদ সায়েম বলেন, ইজতেমার মুসল্লীদের সংখ্যা কমানোর উদ্দেশ্যে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। আমরা মুসল্লীদের আশ্বস্ত করতে চাই যে, ইজতেমা নির্বিঘ্নেই চলছে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার শবে বরাতে লক্ষ লক্ষ মুসল্লি ইবাদত করেছেন, কেউ যেন কোনো গুজবে কান না দেন।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমা বাংলাদেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যেখানে দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লী অংশ নেন। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর