রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান সিদ্দিকী এই আদেশ দেন।
এদিন ঢাকার সিএমএম আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ডে নেওয়ার পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।
সোর্স: ntv
মন্তব্য করুন: