ajbarta24@gmail.com শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২ পিএম

সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩ জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে একটি ভোজ্যতেলের ট্রাক ডাকাতি করা হয়। এ মামলার তদন্তে করতে গিয়ে জানা যায় একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক ডাকাতি করে। দুটি ট্রাক থেকে ২২ হাজার লিটার তেল ডাকাতি করা হয়।

পরে তদন্তে নেমে মুন্সীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির ট্রাক দুটি। এরপর অভিযান গ্রেফতার করা হয় ১২ জনকে। মুন্সীগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় ১৯ হাজার লিটার তেল।

জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার। সে দীর্ঘ ধরেই এ কাজ করে আসছে। গণঅভ্যুত্থানে দুটি হত্যা মামলা থাকার পরও এলাকায় থেকেই ডাকাতির কাজ করছিল। বেলাল ঢাকা ছাড়াও বরিশালের সফিপুর ইউনিয়ন যুবলীগেরও যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড মেম্বার।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর