শনিবার (৮ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে বিভিন্ন ব্লকের সামনে প্লাস্টিকের ওপর লেখা 'বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার দেখা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম বদলিয়ে 'বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়' শীর্ষক নতুন ব্যানার টাঙানো হয়েছে।
আজ শনিবার (৮ জানুয়ারি) সকালে ক্যাম্পাসে এসে বিভিন্ন ব্লকের সামনে প্লাস্টিকের ওপর লেখা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার দেখা যায়।
বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, "আজ আমরা বিএসএমএমইউতে এসে দেখি বঙ্গবন্ধু নামের আগে কালি দিয়ে ঢেকে দিয়েছে। আর কয়েকটা ব্লকের সামনে 'বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়' ব্যানার টানানো। আমরা শুনেছি ছাত্র-জনতা এ ব্যানার টানিয়েছে।"
তবে এখন পর্যন্ত নাম পরিবর্তনের বিষয়ে বিএসএমএমইউ প্রশাসন কিংবা ছাত্র-জনতার পক্ষে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে বিএসএমএমইউ-এর উপাচার্য, উপ-উপাচার্য এবং ও রেজিস্টারকে একাধিক বার ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন: