রাজধানীর সবুজবাগ থানার অন্তর্গত মধ্য বাসাবো ছায়াবিথী এলাকায় ওয়াসার জমি দখল করে অবৈধভাবে ক্লাব ঘর ও নার্সারী নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে তরুণ সমাজ ও স্থানীয় বাসিন্দাগণ।
শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুম'আ সবুজবাগ থানার ৪নং ওয়ার্ডের ছায়াবীথি ইস্টার্ন হাউজিং এলাকায় এ মানববন্ধন করে তারা। এসময় দখলদার বাহিনী মানব বন্ধন কর্মসূচিতে হামলা করে কর্মসূচি পণ্ড করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এর আগে মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, ৫ আগষ্ট পট পরিবর্তনের পর একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু বখাটে যুবক আধিপত্য দেখিয়ে মধ্যবাসাবোর ছায়াবীথি এলাকায় অবৈধভাবে ওয়াসার জমি দখলে নিয়ে ক্লাব ঘর নির্মাণ করে। দখলের পর থেকে তারা বিভিন্ন ধরণের চাঁদাবাজির কার্যক্রম চালিয়ে আসছে বলেও অভিযোগ করেন তারা।
এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এসব অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয় বাসিন্দাগণ। পাশাপাশি সরকারী জমি পুনরুদ্ধার ও মানববন্ধনে হামলার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবলিম্বে আইনের আওতায় আনারও দাবি জানান তারা।
মন্তব্য করুন: