মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সর্ববৃহৎ প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) হিসেবে যোগদান করেছেন এসএম মনিরুজ্জামান। এর আগে তাকে ওয়ার্ল্ড ব্যাংকের সরাসরি অর্থায়নে পরিচালিত সাসটেইনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসএম মনিরুজ্জামানকে প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করার পর থেকেই একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল তার বিরুদ্ধে নানা অপপ্রচার ও গুজব রটানোর অপচেষ্টায় লিপ্ত হয়। স্বার্থান্বেষী ঐ গোষ্ঠীটি এসএম মনিরুজ্জামানের চরিত্র হননের লক্ষ্যে কতিপয় হলুদ সাংবাদিকের সাহায্য নিয়ে তার বিরুদ্ধে মিথ্যাচার শুরু করে বলে অভিযোগ ওঠে।
নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার যে কোন নিয়োগ প্রদানের ক্ষেত্রে এসএম মনিরুজ্জামানসহ সব কর্মকমর্তার অতীতের ট্র্যাক রেকর্ড, সততা ও কর্ম দক্ষতাকে প্রাধান্য দিচ্ছে।
ওই কর্মকর্তা আরও বলেন, কোন প্রকার গুজব ও বিভ্রান্তিকর তথ্য এসব নিয়োগ প্রদানকে কোনভাবে প্রভাবিত করবে না। যে বা যারা এসব সৎ ও যোগ্য কর্মকর্তাদের বিরুদ্ধে গুজব এবং অপতথ্য দিয়ে তাদের মানহানি করার চেষ্টা করবে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন ওই কর্মকর্তা।
উল্লেখ্য, এসএম মনিরুজ্জামান এর আগে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এনএটিপি টু প্রকল্পের মৎস্য অংশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। খুলনা বিশ্ববিদ্যালয় মৎস্য অনুষদ এর সাবেক এই শিক্ষার্থী ২১তম বিসিএস (মৎস্য ক্যাডারে) উত্তীর্ণ হয়ে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন।
স্ব জ / হা যা
মন্তব্য করুন: