ajbarta24@gmail.com রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১ পিএম

ছবি সংগৃহীত

রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর সচিবালয়ে সামনে অবস্থান নেয় পুলিশের সাঁজোয়া যান।

পুলিশের শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করছিলেন। তাঁরা গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁদের বাধা দিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁরা চলে গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বোর্ড অব ট্রাস্টির (বিওটি) অপসারণ, স্থায়ী ক্যাম্পাসের নিশ্চয়তাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ তাঁরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান করার সময় পুলিশের সঙ্গে প্রথমে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে উত্তেজনা তৈরি হলে পুলিশ তাঁদের লাঠিচার্জ করে। এভাবে কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর