ajbarta24@gmail.com বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

বিচারপতি আবদুর রউফ আইসিইউতে , দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫ ০২:০১ এএম

ছবি সংগৃহীত

রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে প্রবীণ এই সাবেক বিচারপতির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।সারোয়ার ওয়াদুদ চৌধুরী জানান, আজ বিকাল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে আবদুর রউফ স্যারের হার্টে অপারেশন করা হয়েছে। কিন্তু হার্ট রেট কম থাকায় হার্টে পেসমেকার বসানো হয়েছে।

রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে প্রবীণ এই সাবেক বিচারপতির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী জানান, আজ বিকাল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে আবদুর রউফ স্যারের হার্টে অপারেশন করা হয়েছে। কিন্তু হার্ট রেট কম থাকায় হার্টে পেসমেকার বসানো হয়েছে।

প্রসঙ্গত, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর