ajbarta24@gmail.com বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

প্রত্যাহার হলো ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫ ০০:০১ এএম

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে কমিশনার নাজমুল করিম বলেন,

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবিষয়ে কমিশনার নাজমুল করিম বলেন, 'নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মানুষ স্বাভাবিকভাবে চলা-ফেরা করবে এটা সাংবিধানিক অধিকার। আর তারা যেন আর মারামারি না করেন, এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন।'

এর আগে গত ১৭ ডিসেম্বর দিনগত রাতে ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত ও উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন।

এ ঘটনায় ওইদিন দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর