ajbarta24@gmail.com শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
২১ পৌষ ১৪৩১

আমরা নতুন প্রজন্মের দিকে তাঁকিয়ে আছি: আবদুল মঈন খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫ ২০:০১ পিএম
আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ৮:৫৭ পিএম

সংগৃহীত ছবি

নতুন প্রজন্ম সুশিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে.. নতুন বছরে এমন প্রত্যাশার কথা বললেন আবদুল মঈন খান।

বুধবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘‘ একথা বলার অপেক্ষা রাখে না, এই দেশ নতুন প্রজন্মের দেশ… আমরা নতুন প্রজন্মের দিকে তাঁকিয়ে আছি… তারা এদেশের নেতৃত্ব ভবিষ্যত গ্রহন করবে… এটা কিন্তু কারো বলে দেয়ার অপেক্ষা রাখে না, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম… একজন ‍যাবে, আরেকজন আসবে।”

‘‘এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের উপরে আমাদের রয়েছে যে, এই নতুন প্রজন্ম সত্যিকারভাবে সুশিক্ষিত হতে আবার ক্লাসে ফিরে যাবে, যারা লেখাপড়া শেষ করেনি, তারা লেখা-পড়া সুসম্পন্ন করবে। দেশ পরিচালনার যে গুরু দায়িত্বে সেই গুরুদায়িত্ব পালনে প্রস্তুতি নেবে এবং তারা জনগণের ভোট নিয়ে দেশ পরিচালনা করবে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে… এটাই আমাদের প্রত্যাশা।।”

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ এই সহযোগী ছাত্রদল সংগঠনটি।

বেলা সাড়ে ১১টায় আবদুল মঈন খান ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ ছাত্র দলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘নতুন প্রজন্ম ভোট দিতে চায়’

মঈন খান বলেন, ‘‘ দেশের একটা বিশাল নতুন প্রজন্ম তারা ভোট দেবারই সুযোগ পায়নি, তারা ভোটার হয়েছে… তারা ভোটের জন্য আকুল হয়ে আছে।তারা ভোট দিতে চায়।”

‘‘ এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদের ভোটের সুযোগ নিশ্চিত করে দিতে হবে।”

‘জনগনের দেশ জনগনের হাতে আসবে’

আবদুল মঈন খান বলেন, ‘‘ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সংস্কার কখনো থেমে থাকে না। নির্বাচন হওয়ার আগে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার… আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি।”

‘‘ আমরা এই বিশ্বাস রাখি, একটি সমন্বয়ের মাধ্যমে অতি প্রয়োজনীয় সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে এবং যথা শিগগিরই জনগনের দেশ জনগনের কাছে তুলে দেয়া হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে।”

৫ আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে বিজয়ের কথা উল্লেখ করে মঈন খান বলেন, ‘‘ এই বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরাচারি শাসন তারা জেগে বসেছিলো, দেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিলো… বলতে গেলে তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিলো, মানুষের কথা বলার অধিকার হরণ করেছিলো, দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিলো একথায় বলতে গেলে তারা এদেশকে একটা স্বৈরশাসনে পরিণত করেছিলো।”

পরে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ছাত্র দলের উদ্যোগে বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত করে বক্তব্য রাখবেন। এতে বিশেষ অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আালমগীর।

আলোচনা সভার আগে বেলা সাড়ে ১২টায় রমনার ইঞ্জিয়িার্স ইন্সটিটিউটের সামনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর