প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪ ১৬:১২ পিএম
মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে আওয়ামী লীগ শুধু ব্যবসা করেছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল নয়। মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
রোববার (১৫ ডিসেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা আওয়ামী লীগ সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করার সুযোগ নিয়েই ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মোদি ও তার আশপাশের লোকজন। চূড়ান্তভাবে বিজয় চাইলে জনগণের রায় দরকার। আগামীতে জনরায়েই বিএনপি ক্ষমতায় আসবে। আন্দোলন এখনো শেষ হয় নাই, ষড়যন্ত্র চলছে। নির্বাচন না দেয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে।
একটা দিনের জন্যও খালেদা জিয়া মাথা নত করেননি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এবারের বিজয় দিবস আমরা নতুন আনন্দে উদযাপন করতে পারছি, কারণ ফ্যাসিস্টের বিদায় হয়েছে।
তবে ফ্যাসিস্টদের দোসরদের জন্য কঠিন পরিস্থিতি চলছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, হাসিনা গেছে কিন্তু তার দোসররা রয়ে গেছে। আমরা আরও কঠিন সময়ের মধ্যে পড়েছি।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সাড়ে ছয় বছর বেগম জিয়াকে জেলে রাখার কারণ কী দেবে স্বৈরাচারী সরকার। অনেকে বলে রাজনীতিবিদরা কী করেছে। আপনারা যখন গুম হয়েছিলেন আমরা দাঁড়িয়েছি। কাউকে দোষারোপ করবেন না। বিরাজনীতিকরণের চেষ্টা করবেন না।
তিনি ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সিদ্ধান্ত নেয়ার মালিক জনগণ। কোনোভাবেই জনগণের সঙ্গে রাজনীতি করার চেষ্টা করবেন না।
সূত্র: সময় নিউজ
মন্তব্য করুন: