জুলাই থেকে ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ বিদেশি কর্মীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় ৫০ হাজারের বেশি বাংলাদেশি বৈধতা পেয়েছেন। বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে নতুন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মিস্টার আলম বলেন, আমিরাত সরকার ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এ সময়ে দেশটিতে অনিয়মিত কিংবা অবৈধ হয়ে পড়া কর্মীরা নতুন কাজে নিয়োগ লাভের সুযোগ দিয়ে বৈধ হওয়ার ব্যবস্থা করেছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৫০ হাজারের বেশি বাংলাদেশি এ সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে উপকৃত হয়েছে। মুখপাত্র বলেন আমরা আহ্বান জানাই, যে সকল বাংলাদেশি এখনও ইউএইতে অনিয়মিত কিংবা অবৈধ আছেন তারা সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে নিয়মিত কিংবা বৈধ হোন অথবা জেল-জরিমানা ছাড়াই দেশে ফেরত যাওয়ার সুযোগ গ্রহণ করুন। আমরা আশা করছি চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ নতুন ভিসা উন্মুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করবে। উল্লেখ্য, আমিরাতে এখন পর্যন্ত বাংলাদেশের সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। সাধারণ ক্ষমার আওতায় বিদেশিদের বৈধতার সুযোগ এবং আমিরাতাইজেশন এর কারণে এটি বন্ধ বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন: