ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া হয়রানিমূলক মামলার তালিকা চেয়েছে সরকার। সব পাবলিক প্রসিকিউটরকে আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সলিসিটরের কাছে solicitor@lawjusticediv.gov.bd ইমেইলে এই তালিকা পাঠানোর নির্দেশনা দিয়ে গতকাল সোমবার তাদের চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ের সলিসটর অনুবিভাগ।
চিঠিতে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া হয়রানিমূলক মামলার তালিকা পাঠাতে বলা হয়েছে। এতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে, বিশেষত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক নেতা-কর্মী ও অন্যদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা নামে পরিচিত, দায়ের করা হয়।
বলা হয়, ‘এসব মামলাসংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই এসব মামলার তথ্য জরুরি ভিত্তিতে পাওয়া একান্ত আবশ্যক।’
হয়রানিমূলক মামলার জেলার নামসহ আদালতের নাম, মামলার নম্বর, এজাহারকারী বা নালিশকারীর নাম ও পরিচয়, মোট আসামির সংখ্যা এবং এর মধ্যে অজ্ঞাতনামা এজাহারে উল্লেখিত ঘটনার তারিখ, আসামির সংখ্যা, মামলাটি কোন আইনের কোন ধারায়, মামলাটি কোন পর্যায়ে তদন্তাধীন, নাকি বিচারাধীন সেসব বিষয়ে তথ্য জানাতে বলা হয়েছে।
এসব মামলার তালিকা পাওয়ার পর আইন মন্ত্রণালয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে জানিয়ে চিঠিতে বলা হয়েছে, মামলার তালিকা প্রণয়নে বিশেষভাবে যত্নবান ও দায়িত্বশীল হওয়াসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
মন্তব্য করুন: