ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ইসরাইলে ফের বন্দুক হামলা, নিহত ২

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪ ২৩:১০ পিএম

হামাসের হামলার বর্ষপূর্তি উপলক্ষে সতর্ক অবস্থানে আছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। ছবি: রয়টার্স

গাজা ও লেবাননে অভিযানের মধ্যে ইসরাইলে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি বাস স্টেশনে হামলা চালানো হয়েছে। এতে বন্দুকধারীসহ দুই জন নিহত হয়েছেন।

ইসরাইলের জরুরি পরিষেবাগুলোর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার (৬ অক্টোবর) দক্ষিণাঞ্চলের শহর বের্শেবাতে এ হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বন্দুকধারী গুলি চালালে এক নারী নিহত হন। আহত হন আরও ১০ জন। পরে ইসরাইলি সেনার গুলিতে হামলাকারীও নিহত হন।
সোমবার (৬ অক্টোবর) গাজায় ইসরাইলি আগ্রাসনের এক বছর পূরণ হচ্ছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে। এমন অবস্থায় ইসরাইলি নিরাপত্তা বাহিনী বেশ সতর্ক রয়েছে। তার মধ্যেই বন্দুকধারীর হামলার ঘটনা ঘটলো।

ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, সেনাবাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি হামলাকারীর দিকে সেনাদের গুলি চালাতে দেখেছেন। এ হামলাকে পুলিশ ‘সন্ত্রাসী হামলা’ নামে অভিহিত করেছেন তবে বন্দুকধারীর পরিচয় বিস্তারিত জানায় নি।
এর আগে গত মঙ্গলবার (১ অক্টোবর) ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরাইলের তেল আবিবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে মোট আটজন নিহত হয়। ইসরাইলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দুইজন বন্দুকধারী জাফা শহরের একটি রেল স্টেশনের সামনে এলোপাতাড়ি গুলি চালায়। পুলিশের পাল্টা হামলায় হামলাকারীরা নিহত হন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর