ajbarta24@gmail.com শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
২৮ পৌষ ১৪৩১

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আইসিসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪ ১৯:১১ পিএম

ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োভ গালান্ত এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদালত এ তথ্য জানিয়েছেন।

তবে আইসিসির এখতিয়ার মানতে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

গ্রেফতারি পরোয়ানা জারির ঘোষণায় আইসিসি'র বিচারকরা বলেছেন, গাজার দুর্ভিক্ষ এবং ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের জন্য নেতানিয়াহু ও গালান্ত অপরাধমূলকভাবে দায়ী বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে।

অন্যদিকে, আল-মাসরির বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় করা গণহত্যা, ধর্ষণ এবং জিম্মি করার মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, আল-মাসরির কথিত মৃত্যুর বিষয়ে তারা আরও তথ্য সংগ্রহ করবে।

কারণ ইসরায়েল দাবি করেছে, তারা আল-মাসরি, যিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত, তাকে বিমান হামলা করে হত্যা করেছে।

তবে হামাস এই দাবিটি নিশ্চিত বা অস্বীকার করেনি।

আইসিসি'র প্রসিকিউটর কারিম খান গত ২০ মে ঘোষণা করেছিলেন যে, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযান সংক্রান্ত অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা চান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর