যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার ফোনালাপের বিষয়টি অস্বীকার করেছে ক্রেমলিন। বলছে, পুরো বিষয়টি মনগড়া। খবর আলজাজিরার।
সোমবার (১১ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই দুই বিশ্বনেতার মধ্যকার ফোনালাপ নিয়ে সব খবরকে ‘পুরোপুরি মনগড়া’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে বলেছেন, বর্তমানে ট্রাম্পের সঙ্গে কথা বলার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই পুতিনের।
তিনি বলেন, এটি সম্পূর্ণ অসত্য। এটি পুরোপুরি মনগড়া। এটি স্রেফ ভুয়া তথ্য। কোনো কথোপকথন হয়নি।
পেসকভ সাংবাদিকদের বলেন, এটি এমন একটি উদাহরণ যা বর্তমানে প্রকাশিত তথ্যের মান সম্পর্কে সবচেয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। এমনকি কখনো কখনো নামিদামি গণমাধ্যম থেকেও এমনটা হতে দেখা যায়।
এ সময় পেসকভের কাছে জানতে চাওয়া হয় যে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের কোনো পরিকল্পনা পুতিনের আছে কিনা। জবাবে তিনি বলেন, এখনো কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সবার প্রথমে এই খবরটি প্রকাশ করে। সংবাদমাধ্যমটি দাবি করে, ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেট থেকে গত বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে বিশাল ব্যবধানে পরাজিত করার দিন কতক পরই তিনি এই কাজ করেন।
পরিচয় গোপন রাখা হবে এমন শর্তে কথা বলেছেন এমন কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, ফোনালাপে ট্রাম্প পুতিনকে ইউরোপে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির কথা স্মরণ করিয়ে দেন। তবে এমনটা বললেও শিগগিরই ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।
মন্তব্য করুন: