ajbarta24@gmail.com রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

ভারতে ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, দিল্লির প্রত্যাখ্যান

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪ ২২:১০ পিএম

ভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের বক্তব্য, এই কমিশন পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দ্যেশ্য প্রণোদিত।

বুধবার (৩ অক্টোবর) সংস্থাটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ভারতে সংখ্যালঘুদের সঙ্গে ‘বৈষম্য’ করা হচ্ছে, ছড়ানো হচ্ছে ‘বিদ্বেষমূলক বক্তব্য’। অভিযোগ তোলা হয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে।
ইউএসসিআইআরএফ বলছে, ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থা ক্রমাগত অবনতিশীল এবং এক উদ্বেগজনক গতিপথ অনুসরণ করছে।
এদিকে এই প্রতবেদন প্রকাশের পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জিসওয়াল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের এই কমিশন একটি পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দ্যেশ্য প্রণোদিত। অভিযোগ করেন, সংস্থাটি সবসময় ভুলভাবে তথ্য উপস্থাপন করে এবং ভারত সম্পর্কে ভুল ধারণা দেয়। বলেন, আমরা এই দূষিত প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, আমরা ইউএসসিআইআরএফ’কে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করবো। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সম্পর্কিত সমস্যা সমাধানে আহ্বান করবো।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর