ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকি ইরানের

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪ ১৯:১১ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার বলেন, ইরান ও তার মিত্রদের ওপর যে হামলা, উভয়ের জন্যই বদলা নেবে তেহরান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসক—উভয় শত্রুদের জানা উচিত যে তারা অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে।
গত ২৬ অক্টোবর ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে চারজন নিহত হন। এর আগে ১ অক্টোবর ইসরায়েলকে নিশানা করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর বদলা হিসেবে ২৬ অক্টোবর ইরানে হামলা চালানোর কথা জানায় ইসরায়েল।

২৬ অক্টোবরের হামলার কোনো জবাব দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে ইরানকে সতর্ক করে দিয়েছে ইসরায়েল।
৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের আগে ইরানের কাছ থেকে এমন হুমকি এল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। ইসরায়েলের অস্ত্রের প্রধান সরবরাহকারীও যুক্তরাষ্ট্র।

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে লেবাননের রাজনৈতিক-সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি হামলা চলছিল। তবে এক মাসের বেশি সময় ধরে হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে ইসরায়েল। তারা লেবাননে স্থল অভিযানও চালাচ্ছে। গাজাভিত্তিক ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও লেবাননের হিজবুল্লাহ উভয়ে ইরানের মিত্র।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর