[email protected] বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো তাঁর প্রয়াণকে শীর্ষ খবর হিসেবে তুলে ধরে।

বিবিসি, আল জাজিরা, সিএনএন, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, রয়টার্সআনাদোলু এজেন্সিসহ বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন ও সংগ্রামের মূল্যায়ন প্রকাশিত হয়েছে। বিবিসি স্মরণ করিয়ে দেয়, ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হন। আল জাজিরা তাঁকে ক্ষমতা ও প্রতিরোধে ভরা রাজনৈতিক জীবনের প্রতীক হিসেবে উল্লেখ করে। রয়টার্স জানায়, দীর্ঘ অসুস্থতা ও কারাবাসের পরও তিনি উল্লেখযোগ্য রাজনৈতিক সমর্থন ধরে রেখেছিলেন।

এদিকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আলাদা আলাদা বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর