[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

২০২৫ সালে কয়টি দেশে হামলা চালায় ইসরাইল?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি: সংগৃহীত

২০২৫ সালে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি দেশে সামরিক হামলা চালিয়েছে ইসরাইল। স্বাধীন সংঘাত পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)–এর তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত দেশটি মোট ১০ হাজার ৬৩১টি হামলা চালিয়েছে।

এসব হামলা ফিলিস্তিন, লেবানন, ইরান, সিরিয়া, ইয়েমেন ও কাতারসহ একাধিক দেশে এবং আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হয়েছে, যা এক বছরে নজিরবিহীন ভৌগোলিক বিস্তার হিসেবে দেখা হচ্ছে।

সবচেয়ে বেশি হামলা হয়েছে ফিলিস্তিনে, বিশেষ করে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে। সেখানে মোট হামলার সংখ্যা ৮ হাজার ৩৩২টি। গাজায় এসব হামলায় ২৫ হাজারের বেশি মানুষ নিহত এবং অন্তত ৬২ হাজার আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সেখানে হামলা অব্যাহত ছিল।

এছাড়া লেবাননে ১ হাজার ৬৫৩ বার হামলার তথ্য রয়েছে, যেখানে ইসরাইল ও হিজবুল্লাহ–এর মধ্যে উত্তেজনা চলমান। ইরানে ৩৭৯টি, সিরিয়ায় ২০০টির বেশি এবং ইয়েমেনে ৪৮টি হামলা চালানো হয়েছে। কাতারে একবার হামলায় হামাস–এর নেতাদের লক্ষ্য করা হয়। তিউনিসিয়া, মাল্টা ও গ্রিসের জলসীমায় গাজামুখী ত্রাণবহরেও ড্রোন হামলার অভিযোগ রয়েছে। এসব তথ্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর