[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

তাইওয়ান ঘিরে চীনের ‘জাস্টিস মিশন ২০২৫’, প্রণালীতে উত্তেজনা চরমে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

তাইওয়ানকে কেন্দ্র করে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। ‘জাস্টিস মিশন ২০২৫’ নামের এই মহড়াকে তাইওয়ানের ‘বিচ্ছিন্নতাবাদী শক্তির’ বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে বেইজিং। বিবিসি জানায়, মহড়ায় চীনের সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি রকেট ফোর্স অংশ নিয়েছে এবং সরাসরি গোলাবর্ষণসহ বিভিন্ন রণকৌশল অনুশীলন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানকে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ বিক্রির ঘোষণার পরই এই মহড়া শুরু করে চীন। এর প্রতিবাদে বেইজিং কয়েকটি মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে দ্বীপটির আশপাশে চীনা যুদ্ধবিমান ও জাহাজ শনাক্ত করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতায় বাহিনী মোতায়েন রয়েছে। প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, তাইওয়ান শান্তি চায়, তবে শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া শান্তি সম্ভব নয়।

২০২২ সালের পর থেকে তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক তৎপরতা ধারাবাহিকভাবে বাড়ছে, যা এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর