[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

প্রথমবারের মতো অপারেশন সিঁদুরে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

গত মে মাসে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির তথ্য প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে পাকিস্তান। রোববার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানান, ওই অভিযানে পাকিস্তানের গুরুত্বপূর্ণ নূর খান বিমান ঘাঁটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসহাক দার বলেন, মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে ভারত নূর খান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ৮০টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭৯টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও একটি ড্রোন আটকানো সম্ভব হয়নি। তিনি দাবি করেন, এই হামলাই পাকিস্তানকে পাল্টা সামরিক অভিযান ‘অপারেশন বুনিয়ান উম মারসুস’ শুরু করতে বাধ্য করে।

এর আগে অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতি নিয়ে পাকিস্তানি সরকারের কোনো মন্ত্রী প্রকাশ্যে কথা বলেননি। ফলে ইসহাক দারের বক্তব্যকে ইসলামাবাদের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

তিনি আরও জানান, পাকিস্তান ভারতের কাছে যুদ্ধবিরতির কোনো অনুরোধ জানায়নি। বরং ১০ মে ভোরে হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোন করে ভারতের যুদ্ধবিরতির আগ্রহের কথা জানান। দার বলেন, পাকিস্তান যুদ্ধ চায় না—এ কথাই তিনি যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করেছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর