[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

ইন্দোনেশিয়ার বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তর সুলাভেসি প্রদেশে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও তিনজন। রোববার রাত ৮টা ৩১ মিনিটে মানাডো শহরের ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু এএফপিকে জানান, নিহতদের বেশির ভাগের মরদেহ নিজ নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় অধিকাংশ বয়স্ক বাসিন্দা কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে পুরো ভবনটিকে আগুনে দাউদাউ করে জ্বলতে দেখা যায়, এ সময় স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ড একটি বড় সমস্যা। চলতি মাসেই রাজধানী জাকার্তায় একটি অফিস ভবনে আগুনে ২২ জন নিহত হন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর