একসময় ‘ডিজিটাল সোনা’ হিসেবে পরিচিত বিটকয়েন চলতি বছরে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বৈশ্বিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক ঝুঁকি থাকা সত্ত্বেও প্রকৃত সোনার দামের উল্লম্ফনের বিপরীতে বিটকয়েনের দর কমেছে। চলতি বছর সোনার দাম বেড়েছে প্রায় ৭১ শতাংশ, আর একই সময়ে বিটকয়েনের দাম কমেছে ৬ শতাংশ।
বিশ্লেষকদের মতে, তাত্ত্বিকভাবে এ বছর বিটকয়েনের দাম বাড়ার যথেষ্ট কারণ ছিল। যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ও জাতীয় ঋণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব ও ক্রিপ্টো ইটিএফ চালুর মাধ্যমে মূলধারার আর্থিক ব্যবস্থায় বিটকয়েনের প্রবেশও জোরদার হয়েছে। তবু বাস্তবে অক্টোবরের পর থেকেই বাজারে বড় ধস নামে।
পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরের শুরুতে ১ লাখ ২৬ হাজার ডলারে থাকা বিটকয়েন এখন নেমে এসেছে প্রায় ৮৭ হাজার ডলারে। ডয়চে ব্যাংকের বিশ্লেষকেরা সুদের হার, নিয়ন্ত্রক অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রত্যাহারকে দরপতনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ফলে বিটকয়েন আদৌ সোনার বিকল্প হতে পারবে কি না, সে প্রশ্ন আরও জোরালো হয়েছে।
মন্তব্য করুন: