[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

বাংলাদেশিদের কাছে রুম ভাড়া দেবে না ভারতের হোটেল মালিকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের মোট বিদেশি পর্যটকের একটি বড় অংশ বাংলাদেশি হলেও, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ পর্যটন শহর শিলিগুড়িতে। বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল রুম ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার হোটেল ব্যবসায়ীরা।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতির আওতাধীন প্রায় ১৮০টি হোটেলে এখন থেকে বাংলাদেশি পর্যটক, শিক্ষার্থী বা চিকিৎসার জন্য আসা রোগীদেরও কক্ষ বরাদ্দ দেওয়া হবে না। সংগঠনের নেতারা দাবি করছেন, বাংলাদেশে কথিত সহিংসতা ও ভারতবিরোধী মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত।

স্থানীয় সূত্রগুলো বলছে, সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও একই পথে হাঁটছে। ফলে শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য আবাসন পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ির পর্যটন ও চিকিৎসা খাত বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর অনেকটাই নির্ভরশীল। এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর