[email protected] বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২

পাঁচ পশ্চিমা ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ওয়াশিংটনের বিরুদ্ধে সরব ইউরোপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের একজন প্রাক্তন কমিশনারসহ পাঁচজন পশ্চিমা ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার পর ইউরোপজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ একাধিক ইউরোপীয় নেতা এই পদক্ষেপকে ‘জবরদস্তি ও ভয় দেখানো’ বলে আখ্যা দিয়েছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ইইউর সাবেক কমিশনার ও ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের অন্যতম স্থপতি থিয়েরি ব্রেটন। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের প্রধান ইমরান আহমেদ, জার্মান সংগঠন হেটএইডের আনা-লেনা ভন হোডেনবার্গ ও জোসেফিন ব্যালন এবং গ্লোবাল ডিসইনফরমেশন ইনডেক্সের সহ-প্রতিষ্ঠাতা ক্লেয়ার মেলফোর্ড রয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, এরা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মতপ্রকাশ দমনের চেষ্টা করেছেন। তবে ইউরোপীয় নেতারা বলছেন, এই সিদ্ধান্ত ইউরোপের ডিজিটাল সার্বভৌমত্ব ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ইইউ কমিশন জানিয়েছে, প্রয়োজনে তারা এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর