ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা ও কন্সুলার সেবার সাময়িক স্থগিতাদেশে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চলের ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ তাদের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার।
হঠাৎ করে ভিসা সেবা বন্ধ হওয়ায় তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্যসহ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে ঈদ পর্যন্ত সময়কে বাণিজ্যের পিকসিজন হিসেবে দেখা হয়।
কলকাতার লেদার কমপ্লেক্স ও কসবা ইন্ডাস্ট্রিয়াল স্টেটের মাধ্যমে বাংলাদেশ থেকে বছরে প্রায় 125 কোটি টাকার প্রক্রিয়াজাত চামড়া আমদানি হয়। ভিসা না থাকলে সরাসরি কারখানা পরিদর্শন সম্ভব হবে না, যা ব্যবসায় বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া বিমান পরিবহন খাতেও প্রভাব পড়তে পারে।
ব্যবসায়ীরা মনে করেন, দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ও আস্থা বড় ধরনের ধাক্কা খাবে। ব্যবসা, বিনিয়োগ ও যাতায়াত সচল রাখতে ভিসা প্রক্রিয়ার স্বাভাবিকীকরণ জরুরি বলে তারা জোর দেন।
মন্তব্য করুন: