সমুদ্রপথে পারমাণবিক শক্তির ভারসাম্য বজায় রাখতে বড় ধরনের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে ভারত। ২৩ ডিসেম্বর বঙ্গোপসাগরে পরমাণু শক্তিচালিত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে সফলভাবে কে-৪ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়। ৩ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
টাইমস অব ইন্ডিয়া–এর খবরে বলা হয়, সলিড ফুয়েলচালিত কে-৪ মিসাইলটি প্রায় দুই টন ওজনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, সংশ্লিষ্ট সূত্রগুলো পরীক্ষাটিকে সম্পূর্ণ সফল বলে দাবি করেছে।
এই মিসাইল ভারতের ‘নিউক্লিয়ার ট্রায়াড’, স্থল, আকাশ ও সমুদ্রপথে পরমাণু হামলার সক্ষমতা, পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে ভারতের দুটি পারমাণবিক সাবমেরিন রয়েছে এবং কে-৪ মিসাইলের সফল পরীক্ষা দেশটির প্রতিরক্ষা শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
মন্তব্য করুন: