[email protected] বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২

দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বলিভিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ বলিভিয়াতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে শ্রমিক ইউনিয়নের সদস্যরা। জ্বালানি খাতে ভর্তুকি, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভে নামে তারা। প্রশাসনিক রাজধানী লা পাজ–এ এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ দমনে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদ ও কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের বড় অংশ খনি ও বিভিন্ন শিল্পকারখানার সঙ্গে যুক্ত। শ্রমিক নেতারা জানান, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে চরম সংকটে ফেলেছে, যার প্রতিবাদেই এই আন্দোলন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর