ভারত–বাংলাদেশ সম্পর্কে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের উত্তরের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে প্রকাশ্যে ‘বাংলাদেশ বয়কট’ কর্মসূচি শুরু হয়েছে। ২৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে স্থানীয় কিছু হিন্দুত্ববাদী যুবক বিভিন্ন হোটেল, লজ, ট্রাভেল এজেন্সি, ট্যাক্সি ও চলমান গাড়িতে বাংলাদেশ বয়কটের পোস্টার সাঁটাতে দেখা যায়।
এর আগের দু’দিনেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের পোস্টার লাগানো হলেও তখন কারা জড়িত ছিল তা স্পষ্ট হয়নি।
ভারতের ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সংযোগস্থল। একই সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি এই শহরে অবস্থান করেন।
সম্প্রতি ময়মনসিংহে দীপু দাস হত্যাকাণ্ড এবং বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার প্রভাব শিলিগুড়িতে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। পর্যটন ব্যবসায়ীদের একাংশ বাংলাদেশি পণ্য বয়কটের আহ্বান জানালেও কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই প্রবণতাকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে দুই দেশের সম্পর্ক আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন: