[email protected] বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২

কৃষি জমিতে বাড়ছে রহস্যময় সিঙ্কহোল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

তুরস্কের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল কোনিয়া প্রদেশে দ্রুত বাড়ছে সিঙ্কহোল বা ভূগর্ভস্থ ধসের ঘটনা। একসময় দিগন্তজোড়া ফসলি মাঠ হিসেবে পরিচিত এলাকাগুলো এখন গভীর গহ্বর ও বিশাল গর্তে ভরে উঠছে, যা কৃষি ও জননিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কম বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নেমে যাওয়াকে এই ধসের প্রধান কারণ হিসেবে দেখছেন কৃষক ও পরিবেশ বিশেষজ্ঞরা। কারাপিনার এলাকায় ভুট্টা ও গমের খেতে একাধিক বড় সিঙ্কহোল দেখা গেছে। কোথাও একটি জমিতেই ১০টির বেশি গর্ত তৈরি হয়েছে।

কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, এখন পর্যন্ত কোনিয়া অববাহিকায় প্রায় ৭০০টি সিঙ্কহোল শনাক্ত হয়েছে। তার মতে, জলবায়ু পরিবর্তন ও দীর্ঘমেয়াদি খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর আগের তুলনায় অনেক দ্রুত হারে কমছে।

পানির সংকটে কৃষকরা ব্যাপকভাবে কূপ খনন করছেন, যার বড় অংশই অনুমোদনহীন। এতে ভূগর্ভ আরও অস্থিতিশীল হয়ে পড়ছে। এখনো প্রাণহানি না হলেও পরিস্থিতিকে বড় ঝুঁকি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর