[email protected] বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
১১ পৌষ ১৪৩২

ত্রিপুরায় ভারতীয় সেনা মোতায়ন, বাংলাদেশ–ভারত সম্পর্কে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে চলমান টানাপোড়েনের মধ্যে সীমান্তঘেঁষা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিজেপির একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মানিক সাহা জানান, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির সম্ভাব্য প্রভাব নিয়মিতভাবে দিল্লিকে জানানো হচ্ছে। তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেওয়া এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া ওই ব্যাটালিয়ন বর্তমানে ত্রিপুরায় অবস্থান করছে।

এদিকে বাংলাদেশের সঙ্গে প্রায় ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত থাকা ত্রিপুরায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ভারত। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত এলাকার প্রস্তুতি পর্যালোচনা করেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এই সেনা মোতায়ন দুই দেশের সম্পর্কে বিদ্যমান সংবেদনশীলতা আরও বাড়াতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর