[email protected] সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

ইরানে নতুন হামলার প্রস্তুতি, ট্রাম্পের কাছে ছক তুলে ধরবেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

আবারও ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল, এমনই চাঞ্চলকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সম্ভাব্য হামলার নতুন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এনবিসির দাবি অনুযায়ী, সম্প্রতি ব্যালেস্টিক মিসাইল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তেহরান। গত জুনে এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে। পাশাপাশি, যেসব পারমাণবিক স্থাপনায় আগে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল, সেগুলো পুনর্নির্মাণে তৎপর হয়েছে ইরান। একই সঙ্গে সংস্কার করা হচ্ছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও।

এই পরিস্থিতিতে ইরানকে ঘিরে নতুন সামরিক অভিযানের অনুমতি আদায় করতেই নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর বলে মনে করছে এনবিসি। প্রতিবেদনে বলা হয়, ইরানের এসব তৎপরতা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্যও হুমকি, এই বার্তা ট্রাম্পকে দিতে চান তিনি। সম্ভাব্য অভিযানে যুক্তরাষ্ট্রকে যুক্ত করার আহ্বান জানানো হতে পারে।

তবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল সরকার। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, এটি আনুষ্ঠানিক সফর নয়; নেতানিয়াহুর আগ্রহেই ফ্লোরিডার মার-ই-লাগোতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর