[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

যুদ্ধ শুরুর আগেই চীনের কাছে হারবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

তাইওয়ানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র প্রথম আঘাত হানার সুযোগই নাও পেতে পারে, এমনই উদ্বেগজনক মূল্যায়ন উঠে এসেছে পেন্টাগনের একটি ফাঁস হওয়া অতি গোপন নথিতে। ওই মূল্যায়নে বলা হয়েছে, চীন সরাসরি যুদ্ধক্ষেত্রে নয়; বরং স্যাটেলাইট, সাইবার নেটওয়ার্ক ও বিমানঘাঁটি লক্ষ্য করে আগাম হামলার মাধ্যমে মার্কিন যুদ্ধক্ষমতা অচল করে দিতে সক্ষম।

পেন্টাগনের ওয়ার গেম অনুযায়ী, চীনের সম্ভাব্য প্রথম লক্ষ্য হবে জাপান, গুয়াম ও ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ফরওয়ার্ড এয়ারবেস। ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে রানওয়ে, জ্বালানি ডিপো ও কমান্ড সেন্টার ধ্বংস করা হলে যুদ্ধবিমান ও পাইলট থাকা সত্ত্বেও অভিযান চালানো সম্ভব হবে না।

নথিতে আরও বলা হয়েছে, চীন অ্যান্টি-স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র, স্পেসভিত্তিক জ্যামিং ও সাইবার হামলার সক্ষমতা অর্জন করেছে। এতে জিপিএস, ড্রোন, নৌযান ও যোগাযোগব্যবস্থা অকার্যকর হয়ে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, এই নথি চীনের শক্তির চেয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতার স্বীকৃতি, যা তাইওয়ান সংকটে যুদ্ধের ফলাফল আগেই নির্ধারিত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর