আধুনিক সামরিক প্রযুক্তির সমন্বয়ে ১০ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে পাকিস্তান ও চীনের সেনাবাহিনী। ‘ওয়ারিয়র নাইন’ নামের এই মহড়াটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার পাবতে। এতে অংশ নেয় চীনের পিপলস লিবারেশন আর্মি ও পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ ইউনিট।
সন্ত্রাসবিরোধী এই মহড়ায় মানববিহীন ও আত্মঘাতী ড্রোন, দীর্ঘপাল্লার নজরদারি প্রযুক্তি, বোমা নিষ্ক্রিয়করণ রোবট এবং যুদ্ধবিমান ব্যবহার করে লাইভ ফায়ার অনুশীলন করা হয়। পাহাড়ি এলাকায় অভিযান, জিম্মি উদ্ধার, সমন্বিত ফায়ার স্ট্রাইক এবং মিশ্র ইউনিটভিত্তিক যৌথ প্রশিক্ষণ ছিল মহড়ার মূল অংশ।
চীনা সেনা কর্মকর্তা ইয়াংকুন জানান, পাকিস্তান সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মহড়ার নিরাপত্তা নিশ্চিত করা হয়। আরেক কর্মকর্তা জাং ইং বলেন, যৌথ অভিযানের মাধ্যমে দুই দেশের সেনারা যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেছে।
ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার পর এই মহড়াকে ইসলামাবাদ ও বেইজিংয়ের কৌশলগত সম্পর্ক জোরদারের ধারাবাহিকতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন: