[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

ভারত-বাংলাদেশ সীমান্তেই সর্বাধিক অনুপ্রবেশ, লোকসভায় চাঞ্চল্যকর তথ্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

২০১৪ সাল থেকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে প্রায় ২৪ হাজার অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে, যার বড় অংশই বাংলাদেশ-ভারত সীমান্তের বলে জানিয়েছে দেশটির সরকার। ভারতের লোকসভায় উপস্থাপিত সরকারি তথ্য অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ১৮ হাজার ৮৫১ জন।

মঙ্গলবার লোকসভায় প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ১০৪টি অনুপ্রবেশ চেষ্টায় ২ হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২০২৪ সালে ৯৭৭টি ঘটনায় ২ হাজার ৫২৫ জন আটক হন।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ সীমান্ত দিয়ে মোট ৭ হাজার ৫২৮টি অনুপ্রবেশ চেষ্টার ঘটনা নথিভুক্ত হয়েছে। এই তালিকায় বাংলাদেশের পর রয়েছে মিয়ানমার, পাকিস্তান ও নেপাল সীমান্ত। তবে একই সময়ে চীনের সঙ্গে ভারতের সীমান্তে অনুপ্রবেশের কোনো ঘটনা নথিভুক্ত হয়নি।

নিত্যানন্দ রায় আরও জানান, প্রায় ৪ হাজার ৯৭ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৯ শতাংশ এলাকায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর