অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হনুকা চলাকালে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের তথ্যমতে, হামলাকারী দু’জন বাবা–ছেলে। রোববার সন্ধ্যার এই ঘটনায় অস্ট্রেলিয়ায় গত তিন দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলার নজির তৈরি হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, ঘটনাস্থলেই নিহত হন ৫০ বছর বয়সী সাজিদ আকরাম। তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় আহত হয়েছেন অন্তত ৪০ জন, যাদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। নিহত ও আহতদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।
পুলিশ ও সরকারের পক্ষ থেকে হামলাটিকে ইহুদিবিরোধী সন্ত্রাসী আক্রমণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ মিনিট ধরে জনাকীর্ণ সৈকত ও পার্শ্ববর্তী পার্কে গুলি চলে। সেখানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
হামলার সময় এক সাহসী পথচারী আহমেদ আল আহমেদ এক বন্দুকধারীকে নিরস্ত্র করেন। গুলিবিদ্ধ হয়ে আহত হলেও তার এই পদক্ষেপে বহু প্রাণ রক্ষা পেয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার তদন্ত চলছে। তৃতীয় কোনো হামলাকারী জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য করুন: