দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের প্রভাবকে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়ে নতুন আঞ্চলিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, বাংলাদেশ ও চীনের সঙ্গে বিদ্যমান ত্রিপক্ষীয় উদ্যোগকে আরও বিস্তৃত করে নতুন আঞ্চলিক প্ল্যাটফর্মে রূপ দেওয়ার চেষ্টা চলছে।
দার গত সপ্তাহে দীর্ঘদিন ধরে কার্যত অকার্যকর থাকা সার্কের বিকল্প কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেন, দক্ষিণ এশিয়া আর জিরো-সাম মানসিকতা ও রাজনৈতিক বিভাজনের ফাঁদে আটকে থাকতে পারে না। এই বক্তব্যে ভারতের অনমনীয় অবস্থানের প্রতি ইঙ্গিত ছিল বলে বিশ্লেষকদের মত।
চলতি বছরের শুরুতে পাকিস্তান, বাংলাদেশ ও চীন একটি ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামো গড়ে তোলে, যার প্রথম বৈঠক জুনে কুনমিংয়ে অনুষ্ঠিত হয়। ইসহাক দার জানান, এই উদ্যোগকে অন্যান্য আঞ্চলিক ও বাইরের দেশের অংশগ্রহণে সম্প্রসারণের সুযোগ রয়েছে।
সার্কের দীর্ঘ স্থবিরতার কারণে ভারত বর্তমানে বিমসটেক জোটে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের প্রস্তাব এখনো বাস্তবায়নের চেয়ে রাজনৈতিক বার্তাই বেশি বহন করছে।
মন্তব্য করুন: