[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য বন্ধ হলো সামাজিক মাধ্যম, কেন এমন উদ্যোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

ছবি : সংগৃহীত

সাইবার বুলিং থেকে শিশু-কিশোরদের সুরক্ষিত রাখতে বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করেছে অস্ট্রেলিয়া। বুধবার সকাল থেকে দেশটির বিভিন্ন এলাকায় শিশু-কিশোররা দেখে, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর চালু নেই।

সিএনএন জানিয়েছে, নতুন এই আইনের আওতায় ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, রেডিট, কিক, টুইচ ও এক্সে ১৬ বছরের নিচে কোনো অ্যাকাউন্ট রাখা যাবে না।

আইন অনুযায়ী বয়স শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে প্ল্যাটফর্মগুলোকে বিদ্যমান অ্যাকাউন্ট নিষ্ক্রিয় এবং নতুন অ্যাকাউন্ট খোলা ঠেকাতে হবে। আইন অমান্য করলে সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানার বিধান রয়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একে দেশের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বড় প্রযুক্তি কোম্পানির প্রভাব থেকে পরিবারগুলো মুক্ত হচ্ছে এবং শিশুরা নিরাপদ পরিবেশে বড় হওয়ার সুযোগ পাবে।

তবে ই-সেফটি কমিশনার জানিয়েছেন, সব অ্যাকাউন্ট বন্ধ হতে এক সপ্তাহ থেকে এক মাস লাগতে পারে। যদিও যাচাই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে কিছু শিশু-কিশোর। ১৪ বছর বয়সী এক কিশোরী বিবিসিকে জানায়, সে আইন কার্যকরের পরও নতুন অ্যাকাউন্ট খুলতে পেরেছে। সরকার বলছে, ত্রুটি দূর করতে প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কাজ চলবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর