বেলারুশ থেকে আসা কথিত ‘স্মাগলার’ বেলুনের কারণে আকাশপথে চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হওয়ায় জরুরি অবস্থা জারি করেছে লিথুয়ানিয়া সরকার। ৯ ডিসেম্বর দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি পার্লামেন্টে আলোচনার জন্য তোলা হয়েছে। অনুমোদন মিললে নির্দিষ্ট কিছু এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মোতায়েনকৃত বাহিনীর সদস্যরা সন্দেহজনক কাউকে তল্লাশি ও গ্রেফতার করতে পারবেন। লিথুয়ানিয়া সরকারের অভিযোগ, প্রতিবেশী দেশ বেলারুশ থেকে এসব বেলুন সীমান্ত অতিক্রম করে ভেতরে ঢুকছে। সিগারেট পাচারের কাজে এসব বেলুন ব্যবহার করছে চোরাকারবারিরা, আর এতে বেলারুশ সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিচ্ছে। লিথুয়ানিয়া একে ‘হাইব্রিড হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে।
এই বেলুনগুলোর কারণে গত দুই মাসে লিথুয়ানিয়ার ভিলিয়াস আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১৫ বার বন্ধ করে দিতে হয়েছে। এতে অন্তত সাড়ে ৩শ’ ফ্লাইট বাতিল হয়, যা বিমান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
লিথুয়ানিয়া বলছে, এটি কেবল চোরাচালান নয়, বরং সীমান্ত নিরাপত্তা ও আকাশ নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় মিত্রদের সঙ্গেও যোগাযোগ জোরদার করছে দেশটি।
মন্তব্য করুন: