হোয়াইট হাউসে নিজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের শারীরিক সৌন্দর্য নিয়ে প্রকাশ্য প্রশংসা করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরতে পেনসিলভানিয়ায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি লেভিটের ‘সুন্দর মুখ’ ও ‘ঠোঁট’ নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেন।
৭৯ বছর বয়সী ট্রাম্প বক্তব্যের একপর্যায়ে ২৮ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে “সুপারস্টার” উল্লেখ করেন এবং দর্শকদের উদ্দেশে তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন। তিনি টেলিভিশনে লেভিটের উপস্থিতিকে ‘দাপুটে’ বলে বর্ণনা করেন এবং তার কথা বলার ধরনকে “ছোট্ট মেশিনগানের মতো” মন্তব্য করেন।
ট্রাম্প দাবি করেন, প্রশাসনের নীতিমালা শক্তিশালী হওয়ায় লেভিটের কাজ তুলনামূলক সহজ। তিনি বলেন, বর্তমান প্রশাসনে সীমান্ত খোলা নয় এবং সামাজিক ইস্যুগুলো নিয়ে বিভ্রান্তি নেই।
এর আগেও আগস্টে নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। সমালোচকরা বলছেন, শীর্ষ সরকারি পদে থাকা একজন কর্মকর্তাকে এভাবে উপস্থাপন করা অপ্রাসঙ্গিক ও অসম্মানজনক।
ক্যারোলিন লেভিট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন: