[email protected] শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

গাজা যুদ্ধ বন্ধে আবারও বৈঠকে বসবেন ট্রাম্প-নেতানিয়াহু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম

ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুতই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে আলোচনার জন্য আগামী ২৯ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয়।

বৈঠকে দ্বিতীয় ধাপের অগ্রগতি, গাজায় অন্তর্বর্তী প্রশাসন গঠন ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়গুলো গুরুত্ব পাবে।

ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরাইল কিছু এলাকায় সেনা প্রত্যাহার করলেও মানবিক সহায়তা অবাধ প্রবেশের শর্ত মানা হয়নি। যুদ্ধবিরতি চলাকালে হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলেছে উভয় পক্ষ।

এদিকে শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রস্তুতির কথা জানিয়েছে হামাস। সংগঠনটির এক নেতা বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের নিশ্চয়তা ছাড়া অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত নেওয়া হবে না।

অন্যদিকে, পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থী সংস্থার দপ্তরে ইসরাইলি অভিযানে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। একই সময়ে গাজায় জিম্মিদের মরদেহ অনুসন্ধান চলছে এবং গুরুতর আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১৭ জনকে ইতালিতে নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর