ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ড্রোন উৎপাদন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কেমায়োরান এলাকার ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন।
স্থানীয় দমকল কর্মকর্তারা জানান, ভবনের প্রথম তলায় সংরক্ষণ ও পরীক্ষার কাজে ব্যবহৃত ড্রোন ব্যাটারিতে স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ২৯টি ফায়ার ট্রাক ও শতাধিক দমকল কর্মী কাজ করেন। প্রায় তিন ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় ভবনের অনেক কর্মী দুপুরের খাবারের জন্য বাইরে থাকলেও ভেতরে থাকা ১৯ জন কর্মী ছাদে উঠে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন। ফায়ার সার্ভিসের জরুরি মই ব্যবহার করে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। কয়েকজন শ্বাসকষ্টে ভুগলেও কেউ মারা যাননি।
নিহতদের মরদেহ পূর্ব জাকার্তার পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার বিক্রয় ও সংরক্ষণ অফিস হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
মন্তব্য করুন: